সিটিজেন চার্টারঃ
১। বাংলাদেশের গ্রামাঞ্চল জনগন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা।
২। চোরাচালান দমনে/সীমান্ত প্রহরায় বিজিবিকে সহায়তা করা।
৩। আইন শৃংখলা রক্ষায় পুলিশ বাহিনি কে সহায়তা করা।
৪। আর্থ সামাজিক ব্যবস্থা বির্নিমানে বাহিনীকে সচল রাখা।
৫। জাতীয় জরূরী প্রয়োজনে/যুদ্ধকালীন সময়ে সেনাবাহিনীর অপারেশন কাজে তাদের অধীনে কাজ করা।
৬। তাছাড়া সরকার নির্দেশিত অন্যান দায়িত্ব পালন করা।